বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন তহবিলের অর্থে ব্যবসা, দুদকের মামলা
চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপৎকালীন তহবিলের ৬ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ড. সরোয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে রোববার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে দুদকের চট্টগ্রাম জেলার উপ-সহকারী পরিচালক কমল চক্রবর্তী জানান, দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপৎকালীন তহবিলের ৬ কোটি ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সরোয়ার জাহানকে। বিশ্ববিদ্যালয়ের এসব অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ব্যবসা করে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হতেন। তবে বিশ্ববিদ্যালয়ের অর্থে ব্যবসা করলেও এসব অর্থের কোনো লভ্যাংশ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়নি।
এছাড়া ঋণ পরিশোধের নামে মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় তহবিলের ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সরোয়ার জাহানের পাশাপাশি সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম