হঠাৎ ঝুম বৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন ঢাকা
হঠাৎ ঝুম বৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে রাজধানী ঢাকা। আজ শনিবার (১ নভেম্বর) বিকেলের পরই এই বৃষ্টি শুরু হয়। শহরের রাস্তা, গাড়ি ও মানুষকে এক আকস্মিক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়। এতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে।
ভুক্তভোগিরা জানান, হঠাৎ বৃষ্টির কারণে বাজার ও রাস্তায় মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সঙ্গে দেখা গেছে অনেকের ছাতা ও গাড়ির মধ্যে মানুষ আশ্রয় নিচ্ছে। আজকের বৃষ্টি শুধু নগরবাসীর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেনি, বরং মেট্রোপলিসে ট্রাফিক ও বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তৈরি করেছে।
বিস্তারিত ভিডিওতে দেখুন কেমন পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টিতে।

এনটিভি অনলাইন ডেস্ক