গণভোটের প্রস্তুতি রাখতে বলেছে ইসি
চারিদিকের আলোচনা ‘গণভোট’। এ ভোট কখন হবে, কীভাবে হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক উত্তাপ। এমন সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে প্রস্তুত থাকতে বলেছে ইসি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা।
বৈঠকে উপস্থিত এক সূত্র বলছে, আলোচনায় গণভোট এসেছিল। তখন নির্বাচন কমিশনারদের বক্তব্য ছিল, গণভোট কখন হবে, কিংবা কীভাবে হবে তা সরকার নির্ধারণ করবে। কিন্তু, তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে সবাইকে।
আইন শৃঙ্খলা বৈঠকে গণভোট নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও আন্তমন্ত্রণালয় বৈঠকে সে বিষয়টি ওঠে আসে। সূত্রটির দাবি, নির্বাচন কমিশনাররা জানান, গণভোট যদি করতেই হয়, তাহলে সে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে ইতোমধ্যে নির্ধারণ করেছে ইসি। গণভোট একসঙ্গে হলে ভোটকেন্দ্র বাড়াতে হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
এ ছাড়া দু’টো ভোটে বাড়বে ব্যয়ও। এজন্য অর্থ মন্ত্রণালয়কেও সেভাবে প্রস্তুতি রাখার জন্য বলা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সরকারের ৩১ মন্ত্রণালয়, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত সরকারের৷

নিজস্ব প্রতিবেদক