গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : শরিফ উদ্দিন জুয়েল
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোটের নামে দেশে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তা এ দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, জামায়াত নামের ইসলামী দলটি কয়েকদিন আগে পিআর নামের এক ভুতুড়ে ব্যবস্থার কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তারা বুঝতে পারল, বাংলাদেশের মানুষ এই ব্যবস্থা মেনে নেবে না এবং ব্যালটে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তখন তারা পিআর থেকে সরে আসে। এখন আবার গণভোটের নামে আরেকটি ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্রও মেনে নেবে না।
জুয়েল আরও বলেন, যতই পাঁয়তারা করুন না কেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্রের দিন শেষ। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং জনগণের রায়ে নিজের জনপ্রিয়তা যাচাই করুন।
যুবদলের এই নেতা অভিযোগ করে বলেন, দৌলতপুরে একটি পক্ষ কিছু সংবাদকর্মীকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবাদকর্মীদের পাশে রয়েছে। যদি কেউ সাংবাদিকদের হুমকি দেয়, আমরা সাংবাদিক ভাইদের পাশে থেকে হুমকিদাতাকে দাঁতভাঙা জবাব দেব।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করবেন।
অনুষ্ঠানের আগে শরিফ উদ্দিন জুয়েল বৃক্ষরোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক