জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর নারী উদ্ধার
জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ওই নারীকে অপহরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন ব্যক্তি নান্দিনা বাজারে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কালো বোরকা পরা বন্যা খাতুন সেখানে পৌঁছালে দুই ব্যক্তি তার গতি রোধ করেন। এক পর্যায়ে মাইক্রোবাস থেকে আরেকজন দ্রুত নেমে এসে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাটি নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অপহরণের পরপরই ওই নারীর বাবা চান মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, অপহরণের খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ৯ ঘণ্টা পর অপহৃত নারীকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর