কেরানীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি জানান, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে কেরানীগঞ্জ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা পালনের জন্য প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এছাড়াও, প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা নিশ্চিত করতে একটি করে মোবাইলটিম কাজ করবে।
ইউএনও আরও বলেন, এ বছর কেরানীগঞ্জের ১৪৯টি পূজামণ্ডপে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইলিয়াস হোসেন ও আল আমিন এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার।