মেয়েকে হত্যার অভিযোগে মা-বাবা, ভগ্নিপতি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে ঊর্মি আক্তার (১৫) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগে মা-বাবা ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় এক যুবকের সঙ্গে ঊর্মির প্রেমের সম্পর্ক ছিল।সে তাকে বিয়ে করতে চাইলে পরিবার রাজি হয়নি। এ নিয়ে ২১ আগস্ট রাতে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করে। ঊর্মি তার সিদ্ধান্তে অনড় থাকলে মা-বাবা, বোন ও ভগ্নিপতি তাকে বেধড়ক মারধর করে। এতে তার মৃত্যু হয়।
এরপর তারা ঊর্মির মরদেহ কুম্ভুখালী খালে লুকিয়ে রাখে এবং নিখোঁজ হয়েছে বলে নাটক সাজায়। ২৩ আগস্ট সকালে স্থানীয়রা মরদেহটি খালে দেখতে পেয়ে বাউফল থানা পুলিশকে খবর দেয়। ঘটনার পর ঊর্মির বাবা নিজে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
পুলিশের একাধিক দল ওই মামলার তদন্তে নামে এবং মূল ঘটনা উদঘাটন করে। ঊর্মিকে হত্যার দায়ে পুলিশ তার বাবা মো. নজরুল ইসলাম, মা আমেনা বেগম এবং ভগ্নিপতি কামাল হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। পরে তাদের তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের সামনে তারা ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, এ ঘটনায় এখনও তদন্ত চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।