বাঞ্ছারামপুরে পুত্রবধূর হাতুড়ির আঘাতে শাশুড়ির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার পুত্রবধূ লিলি আক্তার (২৭)। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম ছিলেন ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই পুত্রবধূ লিলি আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই শাশুড়ি পারুল বেগমের সঙ্গে পুত্রবধূ লিলি আক্তারের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে লিলির সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়। উত্তেজনার এক পর্যায়ে লিলি পারুল বেগমের হাতে থাকা হাতুড়িটি ছিনিয়ে নিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান।
নিহত পারুল বেগমের মেয়ে বিলকিস আক্তার বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী হাতুড়ি দিয়ে আঘাত করে আমার মাকে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যাকারীর কঠিন শাস্তি চাই।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, আসাদনগর মধ্যপাড়ায় একজন নারী নিহত হয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, পারিবারিক কলহের জেরে পুত্রবধূ লিলি আক্তার হাতুড়ি দিয়ে আঘাত করে তার শাশুড়িকে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।