পাঁচ দিনেও খোঁজ মেলেনি বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আদির
নিখোঁজ বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মো. আদি ইবনে জামান
গত ১৫ জুন থেকে নিখোঁজ রয়েছে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মো. আদি ইবনে জামান (১৩)। রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সে। তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
আদির গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় চার ফুট পাঁচ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পেস্ট রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট।
আদির বাবা মো. মনিরুজ্জামান ও মা হামিদা জামান, তাদের ছেলে আদির খোঁজে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৮৪৯) করেছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশু আদি ইবনে জামানের কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানা অথবা ০১৯১১-২৪৫২২৩ (আদির পিতা) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক