শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর গ্রামে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নজরুল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে ধোপপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর গ্রামে গুদর আলীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে তার ভাই আরাফাতের দুই ছেলে আনাস ও আব্বাসের কথাকাটাকাটি হয়। জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব নিরসনের উদ্দেশ্যে সেদিন পরিবারের সদস্যরা একত্রিত হয়েছিলেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হলে আনাস ও আব্বাস হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে নজরুলের গলায় ও পেটে আঘাত করে। স্থানীয়রা নজরুলকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নজরুলের আরেক ভাতিজা ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুজন আলী আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি গোলাম কিবরিয়া আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ