অর্থ কেলেঙ্কারির দায়ে আওয়ামী লীগনেতার ১১ বছর জেল
নোয়াখালীর চাটখিল উপজেলা সমবায় সমিতির ঋণের অর্থ কেলেঙ্কারির মামলায় আহমেদ হোসেন সোহাগ নামের এক আওয়ামী লীগনেতাকে ১১ বছর জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এহসান তারেক এ রায় দেন। এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।
দণ্ডপ্রাপ্ত আহমেদ হোসেন সোহাগ চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাল্লা বাজার এলাকার মৃত রুস্তম আলী মাস্টারের ছেলে। তিনি চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
জানা যায়, আহমেদ হোসেন সোহাগ ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই দফায় ৩ বছর করে মোট ছয় বছর চাটখিল উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি এ অর্থ কেলেঙ্কারি করেছেন। তারপর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার নামে দুদক মামলা দায়ের করে। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ১১ বছর জেল ও ৩১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
নোয়াখালী স্পেশাল জজ আদালতের দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বলেন, দণ্ডপ্রাপ্ত আহমেদ হোসেন সোহাগ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন।
এদিকে একইসঙ্গে মামলা চলাকালীন তার সম্পত্তির মালিকানা হস্তান্তর অবৈধ ঘোষণা করেছেন আদালত।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)