নাসা গ্রুপের নজরুলের যুক্তরাজ্যসহ অন্য সম্পত্তি ক্রোকের নির্দেশ
 
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নামে যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে তার থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। ক্রোক হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যমানের পাঁচটি বাড়ি রয়েছে। এছাড়া আইল অব ম্যানে একটি ও জার্সিতে একটি বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তার একটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
নথি থেকে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়।
এর আগে গত ১ অক্টোবর দিনগত রাতে রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নাসা গ্রুপের নজরুলকে গ্রেপ্তার করে। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

 
                   আদালত প্রতিবেদক
                                                  আদালত প্রতিবেদক
               
 
 
 
