রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল একজনের
প্রতীকী ছবি
রাজধানীতে জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ জুলাই) রাতে কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর রেলস্টেশন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
সানু মং মারমা জানান, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে কসাইবাড়ি বটতলা রেলক্রসিং এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স ৫০ থেকে ৫৫ হবে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক