হওরের অল ওয়েদার সড়কে ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’
গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করার লক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে জেলার হাওর উপজেলা মিঠামইনের অল ওয়েদার সড়কের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে আলপনা অঙ্কনের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়।
উদ্যোক্তারা জানান, তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অল ওয়েদার সড়কে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় আল্পনা অঙ্কন শেষ করে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ডের জন্য আবেদন করা হবে।
কিশোরগঞ্জের মিঠামইনে উৎসবের প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মাকের্টিং লিমিটেডের চেয়ারম্যান ও প্রখ্যাত অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান, বার্জার পেইন্টসে চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে আলপনায় বৈশাখ-১৪৩১ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এশিয়াটিক মার্কেটিং লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ