চীন-আইএফসিকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
চীন ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনকে (আইএফসি) বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান পৃথকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূতকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
পৃথক বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর জন্য আইএফসির কান্ট্রি ম্যানেজারকে অনুরোধ করেন। বাংলাদেশ সরকার প্রস্তাবিত ‘ন্যাশনাল লজিস্টিক ডেভেলপমেন্ট পলিসি’ বাস্তবায়নে আইএফসির সর্বাত্মক সহায়তা কামনা করেন। তিনি বাংলাদেশে নদীপথে যোগাযোগ সম্প্রসারণ এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসির সহযোগিতা কামনা করেন।
আইএফসির কান্ট্রি ম্যানেজার হল্টম্যান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীকে ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, চীন দূতাবাস ও আইএফসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)