কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রংপুর-ঢাকা রুটে রেল যোগাযোগ বন্ধ
রংপুরের কাউনিয়ায় আজ শুক্রবার দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি : এনটিভি
রংপুরের কাউনিয়ায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-রংপুর-ঢাকা রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কাউনিয়া স্টেশন সুপার এস এস হোসনে মোবারক জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময় লইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকাজ চলছে।
এক প্রশ্নে স্টেশন সুপার বলেন, অন্তত ঘণ্টাখানেক সময় লাগতে পারে। দ্রুত সমস্যা সমাধানে উদ্ধারকাজ চলমান।

এ কে এম মঈনুল হক, রংপুর