গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরের জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের মুহূর্তে আউটার সিগনালে ট্রেনটির পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেন লাইনের লোহার পাত ভেঙে যায়। তবে লাইনচ্যুত ট্রেনটি জাংশনের এক পাশের লাইনে থাকায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর জাংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলেও ঢাকার সাথে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে প্রকৌশল টিম কাজ শুরু করছে।

নাসির আহমেদ, গাজীপুর