খুলনায় পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনার মানচিত্র
খুলনার ডুমুরিয়ায় পুকুরে ডুবে নিহত হয়েছে দুই শিশু। তারা মামাতো ও ফুফাতো ভাইবোন। উপজেলার শরফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কানি মিয়া পুকুরে ডুবে দুই শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, আজ দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলছিল। পরে যেকোনো ভাবে পুকুরে পড়ে যায়। এরপর তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিকেলের দিকে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো মো. রুবেল শেখের মেয়ে কুলসুম (৭) এবং ইকবাল সরদারের ছেলে মোজাম্মেল সরদার (৫ )।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা