সারা দেশে পরিবহন ধর্মঘটের হুমকি
ফরিদপুরে আটক তিন শ্রমিককে আগামী তিনদিনের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে সারা দেশে পরিবহন যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা। আজ শনিবার দুপুরে যশোর বাসমালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ মে ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগের ছয় জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। একই কারণে ২২ মে থেকে খুলনা বিভাগের দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে শুরু হয়েছে ধর্মঘট।
নেতারা বলেন, শ্রমিকদের যৌক্তিক এ আন্দোলন থেকে পিছু হটার সুযোগ নেই। রাজশাহী, বরিশাল, ঢাকাসহ সব বিভাগের মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিনদিনের মধ্য আটক শ্রমিকদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদেক হোসেন বলেন, ‘আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ না আমাদের পরিবহন শ্রমিকদের মুক্তি না হয়। কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা খুলনা বিভাগে তো আন্দোলন চালাচ্ছি; যদি তাদের মুক্তি দেওয়া না হয়, ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অন্য বিভাগীয় শহরগুলোতেও আন্দোলন করব, ধর্মঘট চলবে।’
সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আকবর, যুগ্ম আহ্বায়ক আজিজুল আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সজল, যশোর