হবিগঞ্জে তাজিয়া মিছিলে বিদ্যুতের তার, কিশোর নিহত
হবিগঞ্জের সুলতানশীতে তাজিয়া মিছিলে বিদ্যুতের তার ছিড়ে পড়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বুধবার পবিত্র আশুরা উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী সাহেব বাড়ি থেকে বিশাল তাজিয়া মিছিল বের হয়। সন্ধ্যা ৬টার দিকে মিছিলের শেষ পর্যায়ে ধোপাখাল বাজারের কাছে তাজিয়া মিছিলে থাকা প্রতীকী ঘোড়ায় বিদ্যুতের তার লাগলে এক যুবক বাঁশ দিয়ে তার সরাতে গেলে সেটি ছিড়ে পড়ে মিছিলের ওপর। এতে মিছিলে থাকা লোকজন আহত হয়।
গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম শাহরিয়ার কিশোর নাজির মিয়াকে (১৫) মৃত ঘোষণা করেন। নাজির সদর উপজেলার লস্করপুর গ্রামের আজহার আলীর ছেলে। আহত অবস্থায় সুলতানশী গ্রামের আরশাদ মিয়া, সেলিম মিয়া, রাসেল মিয়া, সাইফুল মিয়া, রুয়েল মিয়া, রাসেল মিয়া-২-কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
হবিগঞ্জ সদরের সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনা ছাড়া হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা পালিত হয়েছে বলে জানান তাঁরা।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ