মেয়র-কাউন্সিলরদের শপথ কাল
সদ্য নির্বাচিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে। পরে নির্বাচিত কাউন্সিরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির উদ্দিন মেয়র হিসেবে নির্বাচিত হন। এরা সবাই আওয়ামী লীগ সমর্থিত। যদিও ভোটগ্রহণের দিনই নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক