চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে নসিমনের ওপর পড়ে আছে সড়ক দুর্ঘটনায় নিহত ছলেমান হোসেনের লাশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে পাওয়ার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছলেমান হোসেন (৪০) নামের এক মিষ্টি বিক্রেতা মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, জয়রামপুর গাতিরপাড়ার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে ছলেমান হোসেন মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাটে তাঁর মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথে জয়রামপুরে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ছলেমান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
ওসি কামরুজ্জামান আরো জানান, সড়ক দুর্ঘটনার পর থেকে পাওয়ার ট্রলির চালক পলাতক আছে। পাওয়ারট্রলিটি জব্দ করে থানায় আনা হয়েছে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা