মাগুরায় ট্রাকে আগুন, চালক-হেলপার দগ্ধ
মাগুরার শালিখা উপজেলার আমপাড়া ডিগ্রি কলেজের সামনে ঢাকাগামী একটি আদাবোঝাই ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের চালক মিলন (৩৫) ও হেলপার ইমরুল (১৮) দগ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পেট্রলবোমায় দগ্ধ মিলনের বাড়ি যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে। ইমরুলের বাড়ি একই উপজেলার সাদিপুর গ্রামে। তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এনটিভিকে বলেন, রাতে ঢাকাগামী ট্রাকটি যশোরের বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। পথে দুর্বৃত্তরা এটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লে দুজন দগ্ধ হয়।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা