গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
গোপালগঞ্জে বজ্রপাতে আজ বুধবার কৃষক নুরু মোল্যার মৃত্যুর পর তাঁর স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
গোপালগঞ্জে বজ্রপাতে নুরু মোল্যা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় তাঁর এক গরু মারা যায়। দুটি গরু আহত হয়। আজ বুধবার সকালে সদর উপজেলার মেরী গোপীনাথপুর বাসাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, নুরু মোল্যা আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে তিনটি গরু গোয়ালঘরে নিয়ে যান। এ সময় গরু বাঁধার সময় হঠাৎ গোয়ালঘরের ওপর বজ্রপাত হলে নুরু মোল্যা গুরুতর আহত হন। একটি গরু মারা যায় ও দুটি গরু আহত হয়। নুরু মোল্যাকে পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহবুব হোসেন, গোপালগঞ্জ