সাঁথিয়ায় স্ত্রীকে হত্যার চেষ্টা!
পাবনার সাঁথিয়া উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার সুমাইয়া আকতার (বাঁয়ে)। ছবি : এনটিভি
পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের রবিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী সুমাইয়া আকতারকে (১৯) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা করেছেন সুমাইয়ার মা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সাঁথিয়ার সাতবিলা গ্রামের বাছেদের মেয়ে সুমাইয়ার সঙ্গে হলুদঘর গ্রামের রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমাইয়াকে বিভিন্ন অজুহাতে তিনি নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুমাইয়াকে বেদম মারপিট করে। একপর্যায়ে শ্বাসরোধের চেষ্টা করেন। সুমাইয়া তাঁর হাতে কামড় দিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। মারাত্মক মারপিটে তাঁর চোখসহ সারা শরীর জখম হয়। পরে তাঁকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে সাঁথিয়া থানায় মামলা করেন তাঁর মা মর্জিনা বেগম।

এ বি এম ফজলুর রহমান, পাবনা