বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
কুমিল্লার বুড়িচং উপজেলায় তৃতীয় দফায় নির্বাচনে সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির থেকে সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের একজন করে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এক জামায়াত নেতাও স্বতন্ত্র পদে নির্বাচন করছেন।
এর বাইরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত ১২ জন এবং অন্য দলসহ মোট ১৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ১ নম্বর রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মোস্তফা, বিএনপির মো. বেলায়েত হোসেন বিল্লাল, জাতীয় পার্টির মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র তফাজ্জল হোসেন লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদস্য পদে ৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
২ নম্বর বাকশীমুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা মাস্টার, বিএনপির মো. হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নেতা স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন, মিজানুর রহমান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ইউনিয়নে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯৪ জন।
৩ নম্বর বুড়িচং সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, বিএনপির বর্তমান চেয়ারম্যান মো. জাবেদ কাউছার সবুজ, স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
৪ নম্বর ষোলনল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঠিকাদার, বিএনপির সাবেক চেয়ারম্যান আবদুল আলীম, স্বতন্ত্র প্রার্থী মো. বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, আবুল কালাম খন্দকার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. জাকির হোসেন জাহের ঠিকাদার, বিএনপি থেকে ইউনিয়ন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আক্তার আলী, স্বতন্ত্র প্রার্থী মো. বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. সফিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
৬ নম্বর ময়নামতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. লালন হায়দার, বিএনপির মো. সালাহ উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
৭ নম্বর মোকাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. ফজলুল হক মুন্সি, বিএনপি থেকে ইউনিয়ন কমিটির সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী মো. সাহেব আলী, মো. মজিবুর রহমান, বিল্লাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে আটজন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা