কুমিল্লায় বজ্রপাতে দুজন নিহত
কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় আজ সোমবার বিকেলে বজ্রপাতে দুজন নিহত হয়। বিকেল সাড়ে ৪টায় তাদের দাউদকান্দির গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর চরমোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালুর কাজ করার সময় দিনমজুর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে মো. বাবুল (২০) বজ্রপাতে মারা যান।
অপরদিকে তিতাস উপজেলার মটুপী গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. রাসেল (২০) ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা