স্যামসন চৌধুরীর ভাই সত্যেন চৌধুরীর পরলোকগমন
পাবনার আতাইকুলা ব্যাপটিস্ট চার্চে আজ শনিবার প্রয়াত সত্যেন চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। ছবি : এনটিভি
দেশের সফল শিল্পোদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ছোট ভাই সত্যেন চৌধুরী (৮৫) শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে পরলোকগমন করেন। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার চার্চের পাশে সত্যেন চৌধুরীকে সমাহিত করা হয়।
এই সময় স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, প্রয়াতের বোন মীরা চৌধুরী, ভাগ্নে প্রখর জ্যোতি সরকার, স্কয়ারের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদসহ প্রয়াত সত্যেন চৌধুরীর আত্মীয়স্বজন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে আতাইকুলা ব্যাপটিস্ট চার্চে সত্যেন চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান সত্যেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা