ফরিদপুরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে এক মেয়েশিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাব্বজীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন আদালত। আদালতের বিচারক মো. বজলুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে
পলাতক আসামি মো. নায়েব আলীর (২৪) বিরুদ্ধে এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার মধুখালী উপজেলার চরচন্দনা পারআশাপুর পশ্চিমপাড়ার মো. মতিয়ার শেখের মেয়েশিশুকে অপহরণ ও ধর্ষণ করেছিলেন মো. নায়েব আলী। এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. বাবু মোল্ল্যাহ জানান, ২০১১সালের এপ্রিল মাসের ৮ তারিখে রাত সাড়ে ১১টার সময় আসামি নায়েব ওই শিশুটিকে অপহরণ করে উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আলিয়ার বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেন।
ঘটনার একদিন পর ১০ এপ্রিল ধর্ষিতার বাবা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, অপহরণের ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারদণ্ডাদেশ দেন। অন্যদিকে, ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।

সঞ্জিব দাস, ফরিদপুর