গুলশানে সংযোগ বিচ্ছিন্ন, জাহাঙ্গীরনগরে মানববন্ধন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ফোরাম।
মানববন্ধন থেকে জানমালের কোনো নিরাপত্তা নেই উল্লেখ করে বক্তারা এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
পদত্যাগ না করলে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন করার হুমকিও দেন তাঁরা।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এরপর একে একে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কেব্ল (ডিশ) ও ইন্টারনেট সংযোগ। বন্ধ করে দেওয়া হয় মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম। এরপর প্রায় ১৯ ঘণ্টা পর শনিবার রাত ১০টায় ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় গুলশান কার্যালয়ে।

জাহিদুর রহমান