কাভার্ডভ্যান ভাঙচুর, পরে জরিমানা
কুমিল্লার চান্দিনা বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে একটি কাভার্ডভ্যান প্রবেশ করায় গাড়ির ইন্ডিকেটর বাতি ভাঙচুর করেছেন উপজেলা প্রশাসনের এক নৈশপ্রহরী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাভার্ডভ্যানের চালককে জরিমানা করা হয়।
গতকাল সোমবার দুপুরে চান্দিনা বাজারের ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
এশিয়ান পেইন্ট কোম্পানির মিনি কাভার্ডভ্যানের চালক মো. শিপন অভিযোগ করেন, ‘গতকাল সোমবার দুপুরে আমি চান্দিনা বাজারে একটি দোকানে মাল সরবরাহ করতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়ক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মো. হান্নান নামের এক নৈশপ্রহরী গতিরোধ করে আমার গাড়িতে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এতে গাড়ির একটি ইন্ডিকেটর লাইট ভেঙে যায়। এরপর গাড়ির দরজা খুলে চাবি নিয়ে যান। তিনি গাড়ি ও কাগজপত্র নিয়ে উপজেলা প্রশাসনে যেতে বলেন। আমি সেখানে গেলে অবৈধভাবে বাজারে প্রবেশ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে আমাকে ছেড়ে দেন।’
শিপন আরো বলেন, ‘কোম্পানির মাল সরবরাহ করতে এসেছিলাম, কখন বৈধ, অবৈধ সময় আমার জানা নাই।’
এভাবে ভ্রাম্যমাণ আদালত করা যায় কি না জানতে চাইলে ইউএনও সুমন চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, বাজার কমিটি ও ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে চান্দিনা বাজারের যানজট নিরসনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমরা দিনের বেলায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, ‘আমার নৈশপ্রহরী গাড়ি ভাঙচুর করেছেন এ ব্যাপারে আমার জানা নেই।’
এদিকে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে সড়কের প্রবেশপথে এই সংক্রান্ত কোনো সাইনবোর্ড ঝোলানো হয়নি। এতে চালকদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

কাজী রাশেদ, চান্দিনা