বাসচালককে পুলিশের পিটুনি, সড়ক অবরোধ
টাঙ্গাইলে এক বাসচালককে পিটিয়েছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এর প্রতিবাদে বাস শ্রমিকরা বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। আজ বুধবার বেলা ১১টার পর এই ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে ট্রায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তারা রাবনা বাইপাসে অবস্থিত পুলিশ বক্সটিও ভাঙচুর করে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানায়, বিনিময় পরিবহনের একটি বাসের চালক রাজু মিয়া আজ বেলা ১১টার দিকে মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে রাজুকে পিটিয়ে জখম করেন। এ খবর টাঙ্গাইল বাস টার্মিনালে পৌঁছালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা টার্মিনালের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এক দল শ্রমিক রাবনা বাইপাসে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা ঘটনাস্থলে আসেন। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম মিয়া শ্রমিক নেতাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার আসলাম মিয়া সাংবাদিকদের জানান, সাদা পোশাকে থাকা ব্যক্তিরা এক বাসচালককে পিটিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তাই ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত ছিল কি না, থাকলে তারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মহব্বত হোসেন, টাঙ্গাইল