রাঙামাটিতে আ.লীগের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হৃদয় রঞ্জন চাকমা।
ওই সংবাদ সম্মেলনেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী হাবিবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে কাজ করা নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অনুরোধ জানান।
হাবিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারও তাৎক্ষণিকভাবে তাঁদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক পদক্ষেপ প্রত্যাহার করার ঘোষণা দেন।
বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া সাত নেতা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম রতন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল দে টিংকু, স্বেচ্ছাসেবক লীগের সুরঞ্জিত তালুকদার পাপ্পু, কাজী আবদুস সালাম, রবিউল ইসলাম, আবদুল জব্বার ও সুমন দাশ।

ফজলে এলাহী, রাঙামাটি