রাজাপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুই শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছেন চিকিসকরা। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী। তারা স্যালাইন সংকটের কথা জানিয়েছেন।
রাজাপুরের বাঘরি এলাকার কহিনুর বেগম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার এক বছরের ছেলের ডায়রিয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানতে পারি হাসপাতালে আইভি স্যালাইন সংকট। তাই বাইরের দোকান থেকে স্যালাইন কিনে এনে দিয়েছি।’
রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের রাসেল বলেন, কিছুটা ঠান্ডা পড়ার কারণে শিশুদের ডায়রিয়া হচ্ছে। শুধু শিশুরাই নয়, বয়স্করাও হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর সংখ্যা বেশি হওয়ায় আইভি স্যালাইনের কিছুটা সংকট চলছে বলে জানান এ চিকিৎসক।
চিকিৎসকরা ঠান্ডার হাত থেকে শিশুদের রক্ষা করতে গরম কাপড় পরানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে পঁচা-বাশি খাবার খাওয়া থেকে বিরত থাকার কথাও বলেছেন চিকিৎসকরা।

কে এম সবুজ, ঝালকাঠি