কুমিল্লায় অস্ত্রসহ দুজন আটক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গতকাল সোমবার ভোররাতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি : এনটিভি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার ভোররাত ৩টার দিকে তাঁদের আটক করা হয়।
এরা হলেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মো. ইমাম হোসেন (৩৫) ও একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মো. আবুল খায়ের (৪২)।
র্যাব-১১, কুমিল্লা সিপিসি ২-এর কমান্ডার মেজর মো. খুরশীদ আলম জানান, তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দেশীয় একটি এলজি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি জব্দ করা হয়। এঁরা এলাকায় ছিনতাই-চাঁদাবাজির সঙ্গে যুক্ত।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা