মেহেরপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, চালক আটক
মেহেরপুর শহরের উপকণ্ঠ কায়েম কাটার মোড়ে কলাবোঝাই একটি ট্রাকের চাপায় মুকুল হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়াকে আটক করে কাথুলী গ্রামের কয়েকজন বাসিন্দা।
নিহত মুকুল হোসেনের বাড়ি গাংনী উপজেলার সহগলপুর গ্রামে। তাঁর বাবার নাম সবদেল মোল্লা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর শহরে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মুকুল। পথে কায়েম কাটার মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে পরিচিতি এক ব্যক্তির সঙ্গে আলাপ করছিলেন তিনি। এ সময় মেহেরপুর থেকে গাংনীগামী একটি কলাবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় কাথুলী গ্রামের লোকজন চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়াকে আটক করে।
জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর