ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রীর নামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের বাখুণ্ডা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
এ সময় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, জেলা দায়রা জজ মো. জাহিদুল ইসলাম, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী প্রমুখ।
গোল্ডকাপে ১২টি দল অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী খেলায় গেরদা ইউনিয়ন ২-১ গোলে কৃষ্ণনগর ইউনিয়নকে পরাজিত করে।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলাকে তার পুরোনো গৌরবে ফিরিয়ে নিয়ে যাব।’

সঞ্জিব দাস, ফরিদপুর