গাংনীতে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা পরিষদে ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে জীবন হোসেন (২২) ও কাকন মিয়াকে (২৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ও দেলোয়ার হোসেন মিঠুর (তালা) ফলাফলে সামান্যতম ভোটের ব্যবধান রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ৮৩ কেন্দ্রের ফলাফলে রাশেদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় দুটি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন মিঠুর সমর্থকরা। তাঁরা শহীদ মিনারে বিক্ষোভ করেন।

অপরদিকে জুয়েলের সমর্থকরা বিজয়ী মিছিল করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাঙচুর চালান উত্তেজিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে অবস্থান করছি। প্রয়োজনীয় ফোর্স রয়েছে। এখন পরিস্থিতি শান্ত।’

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর