ভোলাহাটে বিএনপির বহিষ্কৃত দুই নেতার ভোট বর্জন
কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত দুই নেতা।
এঁরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোহা. আনোয়ারুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আলহাজ বাবর আলী বিশ্বাস। আজ রোববার দুপুর ২টার দিকে তাঁরা সংবাদমাধ্যমকে নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান।
দুই প্রার্থীর নির্বাচন বর্জনের ফলে নির্বাচনে টিকে ছিলেন শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাব্বুল হোসেন।
চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘১৫ থেকে ১৬টি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। গেটের সামনে বসে আছে নৌকার লোকজন। ভোটারদেরও ভয়ভীতি দেখিয়েছেন তাঁরা। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হয়েছে। তারা আমাদের বলছে, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবে কোনো উন্নতি হয়নি। এখন পর্যন্ত আমাদের কোনো ভোটারই সেখানে ঢুকতে পারেনি। যে কারণে প্রশাসনের সার্বিক সহযোগিতা না পাওয়ার কারণে আমি আজকে ভোটটাকে বর্জন করছি। আমি ভোটে আর থাকতে চাই না। আমি যেহেতু প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি কাজেই আমার এখানে থাকা সম্ভব নয়। কারণ আমার এটা প্রেস্টিজ ম্যাটার। সুষ্ঠু ভোট হলে মিনিমাম ২০ থেকে ২৫ হাজার ভোটে আমি জয়যুক্ত হতাম।’
একই কথা বলেন জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ