নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালন করা হলো বিশ্ব পর্যটন দিবস। ‘এক বিলিয়ন পর্যটন : এক বিলিয়ন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার দুপুরে দিবসটি উপলক্ষে র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালির নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ট্যুরিজম ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে র্যালিটি শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নূরী, বান্দরবান রেসিডেনসিয়াল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাশসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় দেশের সম্ভাবনাময় শিল্পগুলোর মধ্যে অন্যতম পর্যটন মন্তব্য করে বীর বাহাদুর বলেন, এই শিল্পের বিকাশে সরকার নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটনের অনেকগুলো দিকের মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে সৌন্দর্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা। পর্যটন শহরকে হতে হবে পরিকল্পিত এবং সাজানো গোছানো।
পর্যটন শহর বান্দরবানের সৌন্দর্য বজায় রাখতে বিভিন্ন সড়ক দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনাগুলো শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানান বীর বাহাদুর। স্থানীয় প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে সড়ক দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি।
বান্দরবানে পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

অনলাইন ডেস্ক