জামালপুরে আওয়ামী লীগের ৭ নেতা আটক
জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
আটকরা হলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো. কামরুল হাসান মিল্টন, জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রনি, সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুর রহমান মোস্তফা, জেলার ইসলামপুর উপজেলার শহর যুবলীগের কার্যনির্বাহী সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে শফিক ও মাদারগঞ্জ উপজেলার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওমর ফারুক জগলু।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন কাল
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জেলার বিভিন্ন স্থানে ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়। আটক আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর