গাংনীতে বোমা, অস্ত্রসহ ‘ডাকাত’ আটক
মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে শনিবার রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতি সভায় হানা দিয়ে মহিবুর রহমান (২৫) নামের একজনকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমানের বাড়ি কষবা গ্রামে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল রায় জানান, কষবা গ্রামের মোড়ে ১০-১২ জন ডাকাত সদস্য এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মহিবুর রহমানকে আটক করা হয়। সেখান থেকে চারটি হাত বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, হাঁসুয়া) উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমান আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম সদস্য বলে জানান তিনি। তাঁর নামে মামলা করে গাংনী থানার মাধ্যমে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর