৮৮১ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) টার্মিনালে একটি কাভার্ডভ্যান থেকে ৮৮১ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ওই সময় কাভার্ডভ্যানের চালক কিংবা সহকারীকে খুঁজে পাওয়া যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আর কে কার্গো সার্ভিসের কাভার্ডভ্যানটি যশোর থেকে ঢাকা যাচ্ছিল। রাতে দৌলতদিয়া থেকে ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসে এটি। এ সময় পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড়ে পুলিশ চেকপোস্ট দেখে কাভার্ডভ্যানটি বিআরটিসির টার্মিনালে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
ওসি আরো জানান, রাত ৯টার দিকে সেখানে কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে না পেয়ে পুলিশের সন্দেহ হয়। এ সময় কাভার্ডভ্যানটিকে শিবালয় থানায় নেওয়া হয়। খবর পেয়ে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হারুন-অর-রশিদের উপস্থিতিতে কাভার্ডভ্যানের তালা ভাঙা হয়। এরপর কাভার্ডভ্যানের ভেতর ফেনসিডিলগুলো পাওয়া যায়। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ