সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিয়া মনি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরসফিয়া এলাকায় র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ামনি জামালপুর চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে ও স্বামী আদিল কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার শ্রমিকরা জানান, রিয়া সঙ্গে আদিলের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে আরও একটি বিয়ের কথা গোগন রাখে আদিল। পরে বিয়ের কথা জানতে পেরে স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। তারা র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে বসবাস করত।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুল হাসান খান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)