চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির ইন্তেকাল
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওহাব মল্লিক। ফাইল ছবি
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওহাব মল্লিক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন) । মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে আজ সোমবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
আবদুল ওহাব মল্লিক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আজ সোমবার চুয়াডাঙ্গার সব আদালতের কার্যক্রম স্থগিত রাখা হয়।
মরহুমের স্ত্রী নূর ই আলম মোর্শেদা জানান, গত ৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে কর্তব্য পালনের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন আবদুল ওহাব মল্লিক। তাঁকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকার হাসপাতালে নেওয়া হয়।
আবদুল ওহাব মল্লিক ১৯৮০ সালে চুয়াডাঙ্গা বারে যোগ দেন। তিনি এর আগে একাধিকবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা