মানিকগঞ্জে তারেক মাসুদ- মিশুক মুনীরকে স্মরণ
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনা রোধে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই দুই গুণী ব্যক্তির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী বারাঠা উত্তরণ সংঘ, তারেক মাসুদ মোমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।
প্রথমেই তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন কচি, বারসিক প্রতিনিধি বিমল রায়, বারাঠা উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক রিপন আনসারী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে বাসমালিক, চালক, যাত্রীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে সড়ক দুর্ঘটনারোধে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ করা হয়।
২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে ‘কাগজের ফুল’ ছবির লোকেশন দেখে ঢাকা ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতগামী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মিশুক মুনীর ও তারেক মাসুদসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। নিজেদের কাজের মাধ্যমে বাংলাদেশকে দেশে ও দেশের বাইরে পরিচিত করেছিলেন এই দুই গুণী ব্যক্তি।
এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ