মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা
মেহেরপুরে আবদুর রাজ্জাক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, দুর্বৃত্তরা তাঁকে বাড়ি থেকে ডেকে একটি বাগানে নিয়ে খুন করে।
নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর শহরের ৮ নং ওয়ার্ড শিশুবাগানপাড়ার বাসিন্দা। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, নিহত রাজ্জাক পাসপোর্ট অফিসে দালাল হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর কয়েকজন যুবক আবদুর রাজ্জাককে বাড়ি থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে কয়েকজন মাদকাসক্ত যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চারজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজ্জাককে খুন করে চলে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে
ওসি রবিউল ইসলাম জানান, এরইমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর