রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রংপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন মানিক ও সুমন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে শহরের ধাপ এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত দুজন লিমন হত্যা মামলার প্রধান দুই আসামি।
র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার আকরামুল হোসেন জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে র্যাবের একটি টহল দল ধাপ এলাকায় স্বদেশ হোটেলের ভেতরে প্রবেশ করে। তারা সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞেস করে। এ সময় সন্ত্রাসীরা প্রথমে র্যাব সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এর পর তাদের ধরতে গেলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা চালায়। পরে সেখান থেকে দুজনের লাশ উদ্ধার করে র্যাব। কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান আকরামুল।
র্যাবের কোম্পানি কমান্ডার আরো জানান, এ ঘটনায় র্যাবের দুই সদস্য উপপরিদর্শক (এসআই) সাইদুল ও ইমরান আহত হন। মানিক ও সুমন লিমন হত্যা মামলার প্রধান দুই আসামি। তাঁদের বাড়ি শহরের ভোগীবালাপাড়ায়।
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।

এ কে এম মঈনুল হক, রংপুর