বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আটক লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া ভবানীগঞ্জের বাসিন্দা। ঘটনার সময় লিমন নিজেও আহত হওয়ায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিচারক মোহাম্মদ আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরীর ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের ওই ভাড়া বাসায় বসবাস করতেন। তাওসিফ রহমান সুমন নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে লিমন নামের এক যুবক বিচারকের বাড়িতে প্রবেশ করে সুমনকে ছুরি দিয়ে আক্রমণ করে। এতে সুমন গুরুতর আহত হন। সুমনকে বাঁচানোর চেষ্টা করার সময় তার মা তাসমিন নাহার লুসিও ছুরিকাঘাতে আহত হন। পরে দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নিহত সুমনের মা তাসমিন নাহার লুসি। ওই জিডিতে তিনি লিমনের বিরুদ্ধে তার পরিবারকে বারবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে কেনো এই হামলা চালিয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)