ঝালকাঠিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
ঝালকাঠি সদর উপজেলার বিন্নাপাড়া গ্রাম থেকে আজ শনিবার সকালে লিপি বেগম (৩০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের টাকা না পেয়ে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। লিপির স্বামী মো. আকতার খলিফাকে আটক করেছে পুলিশ।
এক সন্তানের জননী লিপি সদর উপজেলার কুতুবনগর এলাকার হায়দার আলী খানের মেয়ে। প্রায় ১২ বছর আগে বিন্নাপাড়া গ্রামের আকতার খলিফার সঙ্গে লিপির বিয়ে হয়।
লিপির মা তাসলিমা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় লিপিকে নির্যাতন করতেন আকতার। এক বছর আগে তালাক দেওয়ার হুমকি দিলে লিপি তাঁদের কাছে চলে আসেন এবং আক্তারের বিরুদ্ধে মামলা করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে সালিস করে দেড় লাখ টাকা যৌতুকের বিনিময়ে লিপিকে ঘরে ফিরিয়ে নেন আক্তার। এর কিছুদিন পর থেকে আবারও তিনি যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে ৯টার দিকে চার মাসের অন্তঃসত্ত্বা লিপিকে শ্বাসরোধে হত্যা করেন আকতার।
তাসলিমা বলেন, ‘অসুস্থতার কারণে লিপির মৃত্যু হয়েছে বলে আকতার প্রচার করে। আমাদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিই।’
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম জানান, পুলিশ খবর পেয়ে আজ শনিবার সকাল ১০টার দিকে ঘর থেকে লিপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। লিপির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কে এম সবুজ, ঝালকাঠি